thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নাইজেরিয়ায় বন্যায় ৪৯ জনের প্রাণহানি

২০২৪ আগস্ট ২৭ ১২:২০:৫৩
নাইজেরিয়ায় বন্যায় ৪৯ জনের প্রাণহানি

দ্য রিপোর্ট ডেস্ক:ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় নাইজেরিয়ায় অন্তত ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলের এই বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। খবর রয়টার্সের।

গতকাল সোমবার (২৬ আগস্ট) দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

নেমার মুখপাত্র মানজো ইজেকিয়েল বলেন, ‘কয়েক দিনের ভারী বৃষ্টিতে উত্তর-পূর্ব দিকের জিগাওয়া, আদমাওয়া ও তারাবা রাজ্যে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। এসব রাজ্যের ৪১ হাজার ৩৪৪ জন বাস্তুচ্যুত হয়েছে।’

২০২২ সালে নাইজেরিয়ায় এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল। তখন দেশটিতে ৬০০ এর বেশি মানুষ মারা গিয়েছিল। স্থানচ্যুত হয়েছিল ১৪ লাখের বেশি মানুষ। প্রায় ৪ লাখ ৪০ হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছিল।

পশ্চিম আফ্রিকার দেশটিতে চলমান বন্যায় এরই মধ্যে প্রায় ৬৯৩ হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছে। আগামী আরও কয়েক মাস দেশটিতে ভারী বৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জিগাওয়া রাজ্যের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির হারুনা মাইরিগা বলেন, ‘সেপ্টেম্বর ও অক্টোবর এখনো সামনে রয়েছে। আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বেশি বৃষ্টি হয়। তাই তখন রাজ্যের অবস্থা কী হবে তা কেবল ঈশ্বরই ভালো জানেন।’ নাইজেরিয়া সরকারের শঙ্কা, চলতি বছর দেশটির ৩৬টি রাজ্যের মধ্যে ৩১টিতে ‘উচ্চ বন্যা’ হতে পারো।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর