thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১,  ১৯ জমাদিউল আউয়াল 1446

ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৩:৪৯:০২
ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

দ্য রিপোর্ট প্রতিবেদক:সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গলফ নিউজ।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আমিরাতের বিভিন্ন জায়গায় গত মাসেবিক্ষোভ ও ঝামেলায়জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার আদেশ দিয়েছেন। এই আদেশের মধ্যেদোষী সাব্যস্তদের শাস্তি বাতিল করা এবং তাদের নির্বাসনের ব্যবস্থা করা অন্তর্ভুক্ত রয়েছে।

দেশটির অ্যাটর্নি জেনারেলড. হামাদ আল শামসি বলেছেন, মহামান্য প্রেসিডেন্ট৫৭ বাংলাদেশির বিরুদ্ধে সাজা বাস্তবায়ন বন্ধ করার এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন।

অ্যাটর্নি-জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সকল বাসিন্দাকে দেশের আইনকে সম্মান করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনিবলেন,মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত। রাষ্ট্র মতামত প্রকাশের জন্য আইনানুগ উপায় সরবরাহ করে;এই অধিকারটি নিশ্চিত করে যাতে জাতি এবং এর জনগণের স্বার্থের ক্ষতি হতে পারে এমন কর্মে পরিণত না হয়।

প্রসঙ্গত, গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে ৫৭ জন গ্রেপ্তার হন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর