thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১,  ১৯ জমাদিউল আউয়াল 1446

হিজবুল্লাহর কোন ধরণের ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে?

২০২৪ অক্টোবর ২৭ ০৮:১১:১৫
হিজবুল্লাহর কোন ধরণের ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে?

দ্য রিপোর্ট ডেস্ক:ইহুদিবাদী ইসরাইলের একজন বিশ্লেষক লেবাননের হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় ইসরাইলের দুর্বলতার কথা স্বীকার করেছেন। ইসরাইলের নিউজ সাইট "ওয়াল্লান" এর সামরিক বিশ্লেষক "আমির বুখবুত" বলেছেন, হিজবুল্লাহর পাঠানো ড্রোন মোকাবেলায় ইসরাইলের দুর্বলতা প্রকাশ পেয়েছে। একই সাথে হিজবুল্লাহর ছোঁড়া ড্রোন ইসরাইলের রাডার ফাঁকি দেয়ার সক্ষমতার কথাও তিনি স্বীকার করেছেন। পার্সটুডে এবং ইরনার তথ্য অনুসারে, ইসরাইলের এ বিশ্লেষক আমির বুখবুত আরো বলেছেন: হিজবুল্লাহর ড্রোন হুমকি মোকাবেলায় ইসরাইলের যথেষ্ট দুর্বলতা রয়েছে।

তার মতে, হিজবুল্লাহর ড্রোনগুলোকে আটকানো এবং সেগুলোকে লক্ষ্যবস্তু করা খুবই কঠিন কাজ। কারণ এই ড্রোনগুলো রাডার ওয়েভের নীচ দিয়ে কম উচ্চতায় উড়ে যায়, যার ফলে তাদের লক্ষ্যবস্তু করা বা বিধ্বস্ত করা ইসরাইলি বিমান বাহিনীর জন্য কঠিন।

এই ইহুদিবাদী বিশ্লেষক আরো বলেন, রাডার ফাঁকি দেয়া এই ড্রোন ইসরাইলের প্রধানমন্ত্রীর বাড়িতে আঘাত হেনেছিল।

২৩ সেপ্টেম্বর থেকে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বড় আকারের আক্রমণ চালিয়ে আসছে, ফলে হিজবুল্লাহও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরাইলি হামলায় ২ হাজার ৫৪৬ জন শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর