thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ইলেকটোরাল ভোটে ট্রাম্প ২৭৯, কামালা ২২৪

২০২৪ নভেম্বর ০৬ ১৭:৪৯:৪৯
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ইলেকটোরাল ভোটে ট্রাম্প ২৭৯, কামালা ২২৪

দ্য রিপোর্ট ডেস্ক:ইলেকটোরাল কলেজে ২৭৯ টি ভোট পেয়ে আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৫৩৮ টি ইলেকটোরাল কলেজের মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস পেয়েছেন ২২৪ টি। জয় পাওয়ার জন্য ২৭০ টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। সে হিসেবে আমেরিকার প্রেসিডেন্ট পদে এরইমধ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গুরুত্বপূর্ণ ৭টি সুইংস্টেটের মধ্যে তিনটির ফলাফল পাওয়া গেছে। নর্থ ক্যারোলাইনার পর জর্জিয়া ও পেনসিলভানিয়ায়ও জয়ী হয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ৭টি সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য রয়েছে । এসব অঙ্গরাজ্যের ভোটাররা কাকে ভোট দেবেন, সেটা আগে থেকে বোঝা যায় না। অঙ্গরাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন।

যুক্তরাজ্যের ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে নর্থক্যারোলাইনা, জর্জিয়া ও পেনসিলভানিয়া এই তিনটি সুইং স্টেটের ফলাফল পাওয়া গেছে। আর তিনটি অঙ্গরাজ্যেই জয়ী হয়েছেন ট্রাম্প। নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া উভয় অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প ১৬টি করে ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। এদিকে সবশেষে পেনসিলভানিয়ায় ১৯টি করে ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ের আরো কাছে এগিয়ে গেলেন ট্রাম্প।

এরমধ্যে সবচেয়ে আলোচিত ৩০ ইলেকটোরাল ভোট থাকা নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। আর ২৮টি ইলেকটোরাল ভোটের ডেমোক্র্যাট ঘাঁটি নিউইয়র্কে জয় নিশ্চিত করেছেন কামালা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২৪ বছর আগে ফ্লোরিডার রেজাল্টে এগিয়ে থাকার কারণে প্রেসিডেন্ট হয়েছিলেন তৎকালীন রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশ।

হোয়াইট হাউজের মসনদ নিশ্চিতে ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসির মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টিতে জয় ছিনিয়ে আনতে হবে প্রার্থীদের। তবে গণনা শুরুর প্রথম তিন ঘণ্টায় বড় ব্যবধানে এগিয়ে যান ট্রাম্প। পরে ধীরে ধীরে ব্যবধান কমাতে শুরু করেন কামালা হ্যারিস। যদিও ভোটের মূল পার্থক্য গড়ে দেবে সুইং স্টেটগুলোর ফলাফল। ফলাফল নির্ধারণে ভোটাররা গণতন্ত্র ও অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে ভোট গণনায় কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। অন্যদিকে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটের ভোট ফলাফলেও ডেমোক্র্যাটদের তুলনায় এগিয়ে রিপাবলিকানরা। অর্থাৎ এই নির্বাচনে শুধু প্রেসিডেন্টই নন, পালাবদল হতে পারে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের ক্ষমতারও।

ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নিউইয়র্কে জয়ী হয়েছেন। এর আগে তাকে ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ার, কানেটিকাট, ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে গুরুত্বপূর্ণ দুটি সুইং স্টেট ছাড়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টেক্সাস, ওহাইও, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, লুইজিয়ানা, মন্টানা, মিসৌরি, ইউটাহ এবং ওয়াইওমিং-এ জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তাকে ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসাস, ওকলাহোমা, কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর