thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

তাবলীগের ‘শূরায়ে নিজাম’পন্থিদের প্রতি সাদপন্থিদের খোলা চিঠি

২০২৪ নভেম্বর ১৩ ০৯:১৭:৫৪
তাবলীগের ‘শূরায়ে নিজাম’পন্থিদের প্রতি সাদপন্থিদের খোলা চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক:তাবলীগ জামাতের চলমান দ্বন্দ নিরসনে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা মাওলানা মোহাম্মদ যোবায়েরকে খোলা চিঠি দিয়েছে৷ সাদ কান্ধলভীর অনুসারীদের পক্ষে বাংলাদেশে তাদের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম এই খোলা চিঠি লেখেন৷ চিঠিতে ওয়াসিফ ইসলাম পূর্বে একত্রে তাবলীগের কাজ করার স্মৃতিচারণ করেন৷ একইসাথে ২০১৮ সালে তাবলীগের বিভক্তির পর কাকরাইল মসজিদে দুই পক্ষের অবস্থান নিয়ে এতদিন যে নিয়ম চলে আসছে সে নিয়মেই বাহিরে না যাওযার কথা জানান।

মঙ্গলবার (১২ নভেম্বর) তাবলীগ জামায়াতের চলমান বাকযুদ্ধ ও কাকরাইল মসজিদে ‘শূরায়ে নিজাম’ পন্থিদের এককভাবে অবস্থান করতে না দেওয়ার জন্য এ চিঠি দেন সাদ পন্থিরা।

চিঠিতে মাওলানা সাদ অনুসারীদের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম বলেন—

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা সাহেব, আশা করি আল্লাহ পাকের অশেষ ফজলে আফিয়াতের সাথে দ্বীন ও দাওয়াতের মেহনতে মশগুল আছেন। আল্লাহপাক আপনার হায়াতে বরকত দান করুন। আমিন।

প্রিয় মাওলানা, আমাদের শ্রদ্ধা ও মুহাব্বাতের অনেকটা জায়গাজুড়ে ছিলো আপনার অবস্থান। কাকরাইল মার্কাজের নুরানী পরিবেশে একসাথে দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতে কতোটা লম্বা সময় ধরেই না মশগুল থেকেছি আমরা! দুঃখজনক হলেও এই বাস্তবতা আমাদেরকে কষ্ট দেয় যে, জীবনের পড়ন্ত বেলায় আমরা আলাদা বলয়ে কাজ করে যাচ্ছি !

চিঠিতে তিনি বলেন, যাই হোক, একসাথে চলতে চলতে ভুল বোঝাবুঝি হয়ে যায়। মনে রাখবেন, আমরা 'এক কালিমার ভাই'। তাই বারবার আমরা আপনাকে ঘরোয়াভাবে সমস্যা সমাধানের লক্ষ্যে চিঠি দিয়েছি। কিন্ত আফসোস! আপনি আমাদের আহ্বানে সাড়া দেননি! আজ দেখতে পাচ্ছি, আমাদেরকে নির্মূল করার লক্ষ্যে যে রাজনৈতিক দুষ্টচক্র ব্যবহার করেছেন আপনি, তারাই এখন আপনার উপর প্রাধান্য বিস্তার করে চলেছে! ধীরে ধীরে আপনাদের তাবলিগ রাজনৈতিক রূপ গ্রহণ করছে! এটা শুধু আপনার জন্যই নয়, বরং গোটা তাবলীগ, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতিমার জন্য একটি অশনী সংকেত !

চিঠিতে তিনি আরও বলেন, মুহতারাম মাওলানা, গত ৩ নভেম্বর, ২০২৪ তারিখে আবার আমরা আমিরুল হিন্দ মাওলানা আরশাদ মাদানী ও শাইখুল ইসলাম মুফতী ত্বকী উসমানীদের প্রস্তাবনার ভিত্তিতে সমঝোতামূলক ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় গণমাধ্যমের মধ্যস্থতায় আপনাদেরকে চিঠি দিয়েছি। কিন্তু আপনারা আমাদের হতাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইজতিমা বিষয়ক ৪ নভেম্বরের বৈঠককে উপেক্ষা করে তাদের চিঠি দিয়েছেন যে, আমরা 'না হক' দল! আপনারা এমনকি একসাথে আমাদের সাথে বসতেও তৈরি নন! হায়!

আপনাদের এমন আচরণে আমরা হতবাক হচ্ছি যে, বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের সাম্প্রতিক সময়ে ঐক্য ও সমঝোতার প্রস্তাবনাকে এড়িয়ে কীভাবে আপনারা এমন হঠকারিতা প্রদর্শন করতে পারেন?

কাবিলে ইহতিরাম কারি মাওলানা জোবায়ের সাহেব! আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মুত্তাকি ও খোদাভীরু আলেম হিসেবেই চিন্তা করতাম। কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তিকালে কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন! মাদসার ছাত্র, উলামায়ে কেরামকে জড়ো করে আরেকটি '১ ডিসেম্বর' তৈরি করতে চাচ্ছেন! আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই, ১৫ তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন, আর এতে জান ও মালের কোনো ক্ষয় বা ক্ষতি হয়- দেশের প্রচলিত আইনে তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে !

আমরা আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি: বিশ্ব মার্কাজ 'নিজামুদ্দীনের অনুসারীদেরকে সংখ্যালঘু বা দূর্বল ভাবা'- এটা হবে আপনার জীবনের অন্যতম বড়ো ভুল!

পরিশেষে বলছি, আসুন; জীবনের পড়ন্ত বেলায় ইলিয়াস (রহ.)-এর শেষরাতের চোখের পানি এবং আহাজারির বদৌলতে নব্যুয়তের যে মহান মেহনত এবং আমানত আমরা পেয়েছি, সেটিকে আর বিতর্কিত না করি! বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের মেহনত করি। অথবা আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরের দ্বীনের মেহনতে ও ইজতিমায় বাধা দেয়া থেকে বিরত থাকি।

প্রিয় মাওলানা, আপনি ফিরে আসুন, আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। আমরা নিশ্চয়তা দিচ্ছি- আপনাকে আমরা নিজামুদ্দীনের হজরতগণের মাশোয়ারা অনুযায়ী আগের সেই সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত রাখবো।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে তাবলীগের শূরায়ে নিজামপন্থিরা বলেন, বাংলাদেশে ইজতেমা একবারই হবে, দুবার নয়৷ টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে তাবলীগ জামাতের দিল্লির মাওলানা সাদ কান্ধলভী পন্থীদের আর ঢুকতে দেওয়া হবেনা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর