thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘রবিবার মন্ত্রিসভার বৈঠক’

২০১৩ নভেম্বর ১৩ ১৮:০২:২৩
‘রবিবার মন্ত্রিসভার বৈঠক’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মন্ত্রিসভার বৈঠক সোমবারের পরিবর্তে রবিবার হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা। ‘তবে সেটা পুনর্গঠিত না বর্তমান মন্ত্রিসভার বৈঠক, তা এখনি বলা যাচ্ছে না’ বলেন তিনি।

সচিবালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান।

তিনি বলেন, ‘নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে নতুন মন্ত্রীদের শপথ পড়ানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুত।’

মন্ত্রীদের পদত্যাগপত্র পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পদত্যাগপত্র এখনও আসেনি। তবে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ এ জন্য বেশি সময় লাগে না বলেও জানান তিনি।

একজন আইনজীবীর উকিল নোটিশ পেয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ ধরনের নোটিশের জবাব দেওয়ার বাধ্যবাধকতা নেই।’

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন মন্ত্রিসভার সদস্যরা। তবে কয়েকজন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এর আগে, ৪ নভেম্বর প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সব সদস্যকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগের নির্দেশ দেন।

পদত্যাগপত্র জমা দেওয়া নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন সরকারের দুই মন্ত্রী। সংবিধান অনুযায়ী এটি পদত্যাগপত্র নয়, একটি আনুষ্ঠানিকতা মাত্র বলে মঙ্গলবার মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী শফিক আহমেদ।

অপরদিকে একই দিন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সংবিধান মেনেই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।’

(দিরিপোর্ট২৪/আরএমএম/এনডিএস/নভেম্বর ১৩,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর