thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঢাকায় ফিরছেন মুশতাক

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ০২:২১:৫১
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঢাকায় ফিরছেন মুশতাক

দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। এই টুর্নামেন্টকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। তার একদিন আগেই দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ দলের পাকিস্তানি বোলিং কোচ মুশতাক আহমেদ।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে এ তথ্য নিশ্চিত করেছেন এই পাকিস্তানি কিংবদন্তি।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। গ্রুপ পর্বে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি সে দেশেই খেলবে বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে ম্যাচটি হবে দুবাইয়ে।

যেহেতু পাকিস্তানে গ্রুপ পর্বের দুটি ম্যাচ রয়েছে, তাই বাংলাদেশ দলকে সে দেশের কন্ডিশন, উইকেটের ধরন সম্পর্কে ভালো ধারণা দিতে পারবেন মুশতাক। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দলের সঙ্গে থাকাটা বেশ অর্থবহ।

এদিকে আজ থেকে ক্রিকেটারদের কেউ কেউ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ঐচ্ছিক অনুশীলন শুরু করেছেন। ৭ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালের পরদিন আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে যোগ দেবেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

৮ তারিখে শুরু হয়ে জাতীয় দলের এই ক্যাম্প চলার কথা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ।

সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরে এই ভারতের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। পরে অবশ্য ফাইনালে পাকিস্তানের কাছে ১৮০ রানের বিশাল ব্যবধানে হেরে যায় ভারত।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর