thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

সৌদি আরবের জ্বালানি বহির্ভূত খাতে রেকর্ড প্রবৃদ্ধি

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ০২:২৩:১৭
সৌদি আরবের জ্বালানি বহির্ভূত খাতে রেকর্ড প্রবৃদ্ধি

দ্য রিপোর্ট ডেস্ক:গত জানুয়ারিতে সৌদি আরবের জ্বালানি তেল বহির্ভূত খাতে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে।

রিয়াদ ব্যাংকের সাম্প্রতিক জরিপ অনুসারে সৌদি আরব ক্রয় ব্যবস্থাপনা সূচক (পিএমআই) জানুয়ারিতে ৬০.৫-এ পৌঁছেছে, যা ডিসেম্বরে ছিল ৫৮.৪ ছিল

২০১৪ সালের সেপ্টেম্বর মাসের পর এটি সর্বোচ্চ স্তরে পৌঁছলো। সাধারণত, পিএমআই সূচক ৫০-এর উপরে থাকলে তা অর্থনীতির ইতিবাচক প্রবৃদ্ধির প্রতিফলন বলে ধরে নেওয়া হয়।

জানুয়ারিতে নতুন কার্যাদেশের সূচক ব্যাপক বৃদ্ধি পেয়ে ৭১.১-এ পৌঁছেছে। গত ডিসেম্বরে যা ছিল ৬৫.৫। এই প্রবৃদ্ধি এই খাতের অভূতপূর্ব সম্প্রসারণের প্রমাণ দেয়।

জরিপ অনুযায়ী, এই প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে সৌদি আরবের অনুকূল অর্থনৈতিক নীতি ও নতুন অবকাঠামোগত প্রকল্প। এর ফলে, গ্রাহকদের চাহিদা যেমন বেড়েছে, তেমনি রপ্তানির ক্ষেত্রেও উন্নতি দেখা গেছে।

রিয়াদ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নাইফ আল গহিথ বলেন, রপ্তানি কার্যাদেশের উত্থান স্থানীয় বাজারের চাহিদা বাড়াতেও সাহায্য করছে, বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোর মধ্যে।

তিনি আরও বলেন, অর্থনীতির এই সম্প্রসারণ সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের চলমান প্রচেষ্টাকে শক্তিশালী করছে।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে জ্বালানি তেল বহির্ভূত খাতের প্রবৃদ্ধি ৪.৬% পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির মোট জিডিপি বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে। সৌদি সরকার ভিশন ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প অব্যাহত রেখেছে, যা এই খাতের আরও প্রসার নিশ্চিত করতে সাহায্য করছে।

যদিও জানুয়ারিতে দেশটিতে নতুন কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। বিশেষ করে, উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে কোম্পানিগুলো তাদের পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। এটি খরচের চাপ তৈরি করলেও, ব্যবসায়িক নেতারা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।

জরিপ অনুসারে, ২০২৪ সালের মার্চের পর এটি ব্যবসায়িক অগ্রযাত্রার ক্ষেত্রে এটি সবচেয়ে শক্তিশালী সময়। কোম্পানিগুলো ভবিষ্যৎ উৎপাদনের ব্যাপারে আশাবাদী এবং আশা করছে সৌদি আরবের অর্থনীতির এই ইতিবাচক প্রবণতা আরও দীর্ঘস্থায়ী হবে।

জ্বালানি তেল বহির্ভূত খাতের শক্তিশালী প্রবৃদ্ধি সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দেশটি ধীরে ধীরে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে নতুন খাতগুলোর সম্প্রসারণে মনোযোগ দিচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য একটি সুসংবাদ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর