thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি 25, ২৯ মাঘ ১৪৩১,  ১২ শাবান 1446

"আহত ও শহিদ পরিবার ন্যায্য সম্মান ও সহায়তা পাবে"

২০২৫ ফেব্রুয়ারি ১১ ২২:২১:০৭

দ্য রিপোর্ট প্রতিবেদক:জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহিদ পরিবার ও সাতজন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্যদিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ নিয়ে ফেসবুক পোস্টে অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের প্রতি সম্মান অক্ষুণ্ন রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মজুর-মুটে-কুলি থেকে শুরু করে গার্মেন্ট কর্মী, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী সারাদেশের সব শ্রেণি-পেশার মানুষ সব বাধা ছিন্ন করে অংশ নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে।’

নাহিদ বলেন, ‘অসংখ্য প্রাণহানির পাশাপাশি হাত-পা হারিয়ে অগণিত মানুষের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার থেকে শুরু হলো আহত ও শহিদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম।’

আহত ও শহিদ পরিবারের প্রতি দৃঢ় আস্থা রেখে তিনি আরও বলেন, ‘আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, জুলাইয়ের শহিদ ও আহতদের ন্যায্য সম্মাননা ও সহায়তা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর