thereport24.com
ঢাকা, সোমবার, ৩ মার্চ 25, ১৯ ফাল্গুন ১৪৩১,  ৩ রমজান 1446

বাইরে কেউ সিগারেট খাবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ মার্চ ০২ ২১:১১:২৭
বাইরে কেউ সিগারেট খাবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোজায় সবাইকে সংযমী হতেও আহ্বান জানান তিনি।

রোববার (২ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

পরিদর্শকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের বিভিন্ন মেসের ক্যান্টিন, রান্নাঘর ঘুরে দেখেন। সংশ্লিষ্টদের সঙ্গে পুলিশ সদস্যদের খাবারের মানের বিষয় নিয়ে কথা বলেন। তিনি একাধিক পুলিশ কনস্টেবলের সঙ্গে কথা বলেন। তাদের খাবার, বেতন ও পরিবারের সদস্যদের খোঁজ নেন।

মোহাম্মদপুরে দুই নারীর ওপর হামলার ঘটনা ও দেশজুড়ে চলা মবের (দলবদ্ধ বিশৃঙ্খলা) বিষয় জানতে চাইলে স্বরাস্ট্র উপদেষ্টা বলেন, দুই নারীর ওপর হামলার ঘটনায় আমি যতটা জেনেছি, তারা দুজনে সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু লোক নামাজে যাওয়ার সময়ে তাদের বাধা দেয়। তাদের ওপর চা ছুড়ে মারা হয়েছে। আপনারা জানেন, নারী-পুরুষ সবার জন্যেই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। এটা কিন্তু অপরাধ, এটা সবাই মেনে চলবেন। সবাইকে অনুরোধ করব, বাইরে কেউ সিগারেট খাবেন না। এখন রোজায় সবাইকে সংযমী হতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, কেউ যেন বাইরে খাবার না খান। এটা রোজাদারদের জন্য সম্মান দেখানো।

পুলিশ লাইন্সে গ্যাস সংকট, বাধ্য হয়ে লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমিও দেখলাম এখানে গ্যাস সংযোগ আছে কিন্তু লাইনে গ্যাস নেই। বিষয়টি নিয়ে আমি সঙ্গে সঙ্গে জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীকাল থেকে আশা করি, গ্যাসের সমস্যা শেষ হবে।

উপদেষ্টা আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ে। অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। আমাদের দেশে উল্টো সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। ব্যবসায়ীদের অনুরোধ করবেন যেন তারা জিনিসপত্রের দাম না বাড়ায়।

অতীতে রমজানে বাজার নিয়ন্ত্রণে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালাত। যা এখন দেখা যাচ্ছে না। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান না থাকলেও গত বছরের তুলনায় এবার জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে কম আছে, এটাও আপনাকে বলতে হবে। যদি অভিযান না চালিয়ে জিনিসপত্রের দাম কম থাকে এটা ভালো।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর