thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ১৯ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

২০২৫ মার্চ ০৪ ০১:০৫:২৯
পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ মার্চ) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন, ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে দিনশেষে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.১৩ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৮ কোম্পানির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত আছে ৬৮টির।

এদিন, ডিএসইতে মোট ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৪২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২২.৫৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৮৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.০৮ পয়েন্ট বেড়ে ৯৪৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮.৫০ পয়েন্ট কমে ১১ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত আছে ৪২টির।

দিনশেষে সিএসইতে ৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর