thereport24.com
ঢাকা, বুধবার, ৫ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৫ রমজান 1446

গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে : নাহিদ

২০২৫ মার্চ ০৫ ২২:০৫:০৮
গণপরিষদ ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে : নাহিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমেই নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। রাজধানীর রায়েরবাজারে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এর আগে সকালে এনসিপির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে নাহিদ ইসলাম বলেন, পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আমরা বলেছি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বারবার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি, একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

এনসিপি আহ্বায়ক বলেন, এ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির প্রথম লক্ষ্য হচ্ছে সাংবিধানিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংবিধানিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যে ধরনের শর্তাবলি পূরণ করতে হয় তা দ্রুত সময়ের মধ্যে পূরণ করা। এ মাসের মধ্যেই আমরা আমাদের গঠনতন্ত্র প্রণয়নের কাজটি শুরু করব।

নাহিদ আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, আমরা তার বিচার দ্রুত সময়ের মধ্যেই কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে নাহিদ বলেন, এই বিচার বাংলার মানুষ দ্রুত দেখতে চায়। বিচারের পরে সংস্কার কার্যক্রমে জাতীয় ঐকমত্যের যে কমিশন রয়েছে দ্রুত সংলাপে গিয়ে আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করে।

নাহিদ বলেন, আমাদের এই ভূ-খণ্ডের জনপদের মানুষের যে লড়াই এর যে ইতিহাস রয়েছে, ১৯৪৭-এর আজাদি লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানসহ সব লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সে লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে।

সকাল সাড়ে ৭টায় দুটি ডাবল ডেকার বাসে স্মৃতিসৌধে আসেন দলের নেতাকর্মীরা। স্লোগান দিতে দিতে তারা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সেখানে আরও বক্তৃতা করেন সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি, নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। এর ভিত্তিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। একই সঙ্গে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন, তারা সংসদ-সদস্য হিসাবে ভূমিকা পালন করবেন-এমন প্রস্তাবও আমাদের আছে। অল্প সময়ের মধ্যে সারা দেশে জেলা ও উপজেলায় জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম বিস্তৃত করবে।

সেখান থেকে জাতীয় নাগরিক পার্টির নেতারা রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করতে যান। সেখানে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যে দমন-পীড়ন হয়েছে, তার দ্রুত বিচার চাই। ন্যায়বিচারের মধ্য দিয়ে যারা আত্মত্যাগ করেছেন এবং আহত হয়েছেন, তাদের কষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব। এই বিচার যেন নিদর্শন হয়ে থাকে, আর যেন কোনো ফ্যাসিজম গড়ে না ওঠে।’

এ সময় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘যত দিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’ তিনি আরও বলেন, ‘খুনি হাসিনা লাশ কই ফেলেছে, তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কীভাবে এই বাংলাদেশে অন্যকিছু চিন্তা করব।’

মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র-জনতার রক্তের ওপর এসেছে। তাদের মনে রাখতে হবে বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রমুখ সেখানে ছিলেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর