thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ 25, ৬ চৈত্র ১৪৩১,  ২০ রমজান 1446

সবাই আফ্রিদি হতে চায়, বলছেন কিংবদন্তি

২০২৫ মার্চ ২০ ১৬:৫১:১১
সবাই আফ্রিদি হতে চায়, বলছেন কিংবদন্তি

দ্য রিপোর্ট ডেস্ক:পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সেরাদের মধ্যে অন্যতম শহিদ আফ্রিদি। সাবেক এই তারকা ক্রিকেটার ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উতচ্চতায় নিয়ে গেছেন।

পাকিস্তান জাতীয় দলে বোলার হিসেবে অন্তর্ভুক্ত হলেও ব্যাটিংয়ে বেশ পারদর্শী ছিলেন আফ্রিদি। তাকে নিয়ে অনেক বেশি চিন্তায় থাকত প্রতিপক্ষ বোলাররা। কারণ তার মারকাটিং ব্যাটিং।

পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার দলের বর্তমান পারফরম্যান্সে রীতিমতো ক্ষুব্ধ। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের পারফরম্যান্স নিম্নমুখী। সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ল্যাজেগোবরে অবস্থা।

দলের ব্যাটিংয়ের গভীরতা কম, সেটা স্পষ্ট। অথচ কোনও কোনও ক্রিকেটার দলের স্বার্থ না দেখে, নিজেদের আগ্রাসী ক্রিকেট খেলতে যাচ্ছে। আবার মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমরা এমন সময় গিয়ে স্লো ইনিংস খেলছেন, যাতে গুরুত্বপূর্ণ ম্যাচে দল হেরে যাচ্ছে।

এব্যাপারে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি বলেছেন, ‘সবাই চাইছে শহিদ আফ্রিদির মতো ব্যাটিং করতে, কিন্তু বুঝতে হবে যে সব ম্যাচে ২০০ রান ওঠে না।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় হেরে সিরিজ হারের শঙ্কায় পাকিস্তান। দলের ব্যর্থতার প্রসঙ্গ টেনে নির্বাচকদেরও একহাত নিয়েছেন আফ্রিদি।

তিনি বলছেন, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা ছেলেদের পাঠানো হয়েছে। যখন স্পিনার খেলানোর দরকার ছিল, তখন দলে স্পিনার কম ছিল। আর এখন যখন পেসার খেলানোর দরকার, তখন দলে অতিরিক্ত স্পিনার পাঠানো হয়েছে।

অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে আরও কিছুদিন নেতৃত্বে রাখা উচিত ছিল জানিয়ে আফ্রিদি বলেন, মোহাম্মদ হাসনাইন, উসমান খানরা দীর্ঘদিন ধরে দলে থেকেও বেঞ্চে বসে সময় পার করছে, অথচ তাদের সুযোগই দেওয়া হচ্ছে না। যদি সুযোগই না দেওয়া হয়, তাহলে ওদের দলে রেখে কি লাভ? তাছাড়া অধিনায়ক হিসেবে বাবর আজম এত সুযোগ পেল, অথচ রিজওয়ান পেল মাত্র ছয় মাস।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর