thereport24.com
ঢাকা, শুক্রবার, ৯ মে 25, ২৫ বৈশাখ ১৪৩২,  ১১ জিলকদ  1446

"বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে"

২০২৫ মার্চ ২৬ ১১:২৫:০৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: কারও সাথে অনৈক্য নেই, তবে স্বার্থের সংঘাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আজকের স্বাধীনতা দিবসই প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। সব দলের নিজস্ব পরিকল্পনা বা নীতি আছে। এসময়, নেতাকর্মীরা দলীয় আদর্শের ভিত্তিতে কথা বলছেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে বৃহত্তর ঐক্যের প্রয়োজন হলে সবাই আবার এক হয়ে যাবে, এমনটাই মনে করেন বিএনপি’র এ নেতা। সেইসাথে তিনি প্রত্যাশা করেন, ডিসেম্বরেই নির্বাচন হবে।

এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি এবংএরঅঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর