thereport24.com
ঢাকা, সোমবার, ৩১ মার্চ 25, ১৭ চৈত্র ১৪৩১,  ১ শাওয়াল 1446

‘৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবিকা সুষ্ঠু করা’

২০২৫ মার্চ ২৬ ১১:৩৩:২৬
‘৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবিকা সুষ্ঠু করা’

দ্য রিপোর্ট প্রতিবেদক:৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করা বলে মন্তব্য করেছেনঅন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের আত্মত্যাগের কারণেই আমাদের আজকের স্বাধীনতা। নতুন বাংলাদেশকেসুখী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে, যাতে বিশ্ব সমাজে আমাদের কদর আরো বাড়ে।”তিনি বলেন, “২০২৪-এ যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। অতএব এই দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতির সর্বশ্রেষ্ঠ দিন। এই দুইটা দিনের উদ্দেশ্য হলো, সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করা। আমরা যতদূর সম্ভব তা নিশ্চিতেচেষ্টা করব। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।”

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর