thereport24.com
ঢাকা, সোমবার, ৩১ মার্চ 25, ১৬ চৈত্র ১৪৩১,  ১ শাওয়াল 1446

"প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয়, তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা"

২০২৫ মার্চ ২৭ ২৩:৫২:৫৮

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশে ‘প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা’ প্রসঙ্গে বিতর্কে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা যারা গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, তাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। পাঁচই আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছি।”

নাহিদ ইসলাম বলেন, “যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ন ছিল, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। কারণ তারা সবসময় হয়তো স্বাধীন ছিল, আগের আমলেও ছিল। তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না, দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না। তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা।”

এনসিপির আহ্বায়ক বলেন, “জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম পররাষ্ট্র নীতি তৈরি হয়েছে বাংলাদেশে। যেখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে।”

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর