thereport24.com
ঢাকা, শনিবার, ১২ এপ্রিল 25, ২৯ চৈত্র ১৪৩১,  ১৩ শাওয়াল 1446

কুমিল্লায় কেএফসিতে ভাঙচুর ও লুটপাট

২০২৫ এপ্রিল ০৮ ১০:০৮:১৪
কুমিল্লায় কেএফসিতে ভাঙচুর ও লুটপাট

দ্য রিপোর্ট প্রতিবেদক:ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর রাণীরবাজার নজরুল এভিনিউ এলাকার কেএফসির শাখায় বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়।

এর আগে নগরীর বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনের একটি দল এসে রাণীরবাজার এলাকায় জড়ো হতে থাকে। এক পর্যায়ে কেএফসি ভাঙচুর চালায় তারা৷ পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে উপস্থিতি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কয়েকজনের একটি দল কুমিল্লা নগরীর রাণীর বাজার এলাকার কেএফসির সামনে এসে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জড়ো হয়। বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে কেএফসি’র দিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের একটি অংশ রেস্টুরেন্টটির ভিতরে ঢুকেও ভাঙচুর চালায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কেএফসির সামনে আগে থেকেই পুলিশ ছিল। কিন্তু, মাগরিবের নামাজ শুরু হওয়ার পর সেখানে সাত আট জন মিলে কেএফসির ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা এই ঘটনা ঘটায়। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর