thereport24.com
ঢাকা, শনিবার, ১২ এপ্রিল 25, ২৯ চৈত্র ১৪৩১,  ১৩ শাওয়াল 1446

চীন বাদে অন্যসব দেশের ওপর পাল্টা শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

২০২৫ এপ্রিল ১০ ১০:০৫:৪৮
চীন বাদে অন্যসব দেশের ওপর পাল্টা শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক পরিকল্পনায় দুটি বড় পরিবর্তন ঘোষণা করেছেন, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। খবর বিবিসির।

তার ঘোষণা অনুযায়ী, চীন বাদে অন্যান্য দেশের ওপর আরোপ করা উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত থাকবে। আর চীনের আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের এই ঘোষণার অর্থ হলো, চীন ছাড়া অন্য সব দেশের জন্য ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকছে।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীনের পক্ষ থেকে বিশ্ববাজারের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ’

তিনি আরও লেখেন, ‘কোনো একসময়, আশা করছি শিগগিরই, চীন বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে প্রতারিত করার দিন শেষ — এটি আরগ্রহণযোগ্য নয়। ’

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন।

পরে বিভিন্ন দেশ শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে। ট্রাম্প জানিয়েছিলেন, চীন বাদে অন্য যেসব দেশ যোগাযোগ করেছে, তাদের সঙ্গে শিগগিরই আলোচনা হবে।

চীনের পাল্টা শুল্কের ঘোষণায় যুক্তরাষ্ট্র আরও দুই দফায় শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ পর্যন্ত নেয়। এবার ট্রাম্প তা ১২৫ শতাংশ করার ঘোষণা দিলেন।

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর