thereport24.com
ঢাকা, শনিবার, ১২ এপ্রিল 25, ২৯ চৈত্র ১৪৩১,  ১৩ শাওয়াল 1446

এবার চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০২৫ এপ্রিল ১১ ০৮:৩৮:৫৩
এবার চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক:চীনের পণ্যের ওপর আবারো শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিশ্চিত করা তথ্য অনুযায়ী, এখন থেকে চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।

গত ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় ৩৪ শতাংশ শুল্ক। এর কয়েক দিনের মাথায় শুল্কের হার বাড়িয়ে ৮৪ শতাংশ করা হয়। আবার বুধবার তা বাড়িয়ে করা হয় ১২৫ শতাংশ। ২৪ ঘণ্টা না পেরুতেই ফের শুল্ক হার বাড়িয়ে ১৪৫ শতাংশ করেন ডোনাল্ড ট্রাম্প।

চীন অবশ্য এখনো যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক হারের প্রতিক্রিয়া জানায়নি। তবে বুধবার মার্কিন পণ্যের উপর ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। বেইজিং শেষ পর্যন্ত ওয়াশিংটনের বাণিজ্য যুদ্ধে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর