thereport24.com
ঢাকা, শনিবার, ১২ এপ্রিল 25, ২৯ চৈত্র ১৪৩১,  ১৩ শাওয়াল 1446

মার্চ ফর গাজায় কেউ অসুস্থ হলে চিকিৎসায় প্রস্তুত ঢামেক

২০২৫ এপ্রিল ১২ ০৯:৪৬:৫১
মার্চ ফর গাজায় কেউ অসুস্থ হলে চিকিৎসায় প্রস্তুত ঢামেক

দ্য রিপোর্ট প্রতিবেদক:ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। দল-মত নির্বিশেষে বিপুল মানুষের জমায়েতের প্রত্যাশা করা হচ্ছে এ কর্মসূচিতে।

যেকোনো কারণে কর্মসূচিতে অংশ নিতে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জরুরি চিকিৎসা সেবা দিতে বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মার্চ ফর গাজা কর্মসূচি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হোক। এই কর্মসূচিতে অনেক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। লোকজন গরমের কারণে অথবা যেকোনো কারণে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে জরুরি বিভাগ তাদের চিকিৎসার জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছে। হাসপাতাল রোগীদের চিকিৎসায় সব সময় প্রস্তুতি থাকে।

তিনি আরও বলেন, কর্মসূচিতে লোক জমায়েতের কারণে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি জাতীয় হাসপাতাল। মধ্যবিত্ত নিম্নবিত্ত সকলের কাছে আত্মার প্রতীক। হাসপাতালে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অথবা যেকোনোভাবে রোগী প্রবেশের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকা মেডিকেলের উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিকেল এ ধরণের বড় জমায়েতে স্বাস্থ্যসেবার জন্য বাড়তি ব্যবস্থা নিয়ে থাকে। এবারও ব্যতিক্রম নয়। তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি সবাইকে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দেন এবং মাঠ পর্যায়েও প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের অনুরোধ জানান।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর