thereport24.com
ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল 25, ১৪ বৈশাখ ১৪৩২,  ২৮ শাওয়াল 1446

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২০২৫ এপ্রিল ২৭ ২০:২৮:২৬
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওবায়দুল (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের পাশে এ ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যান। নিহত ওবায়দুল মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবু হানিফের ছেলে।

স্থানীয়রা জানান, গত রাতে স্থানীয় ৩-৪ জন যুবক সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ওবায়দুল নামের এক জন ঘটনাস্থলেই মারা যান

নিহতের স্বজনদের বরাতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন বলেন, ‘‘শনিবার রাতে সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন ওবায়দুলসহকয়েকজন। এসময় বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ওবায়দুল মারা যান। পরে ভারতের মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যান। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছেন।’’

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার (সিও) কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘‘ভারতের ২০০ গজ অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।’’

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘লোকমুখে শুনেছি, সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন। বিষয়টি ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ককে মুঠোফোনে জানিয়েছি।’’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর