thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই 25, ১৯ আষাঢ় ১৪৩২,  ৭ মহররম 1447

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন খসড়া পর্যায়ে: পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জুলাই ০৩ ২২:৩৪:১৭
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন খসড়া পর্যায়ে: পররাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট প্রতিবেদক:পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনের বিষয়টি খসড়া পর্যায়ে আছে। খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে একটি সম্পূর্ণ ড্রাফট আসবে, যেখানে একটি শব্দও পরিবর্তন হবে না।

তখন আমরা সই করব, তখন বিস্তারিত বলতে পারব।

বৃহস্পতিবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এসব কথা বলেন।

ঢাকায় জাতিসংঘের পরবর্তী আবাসিক প্রতিনিধি নিয়োগ নিয়ে সরকারের কোনো অস্বস্তি রয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তাকে এখনো.... প্রস্তাব করেছে, প্রস্তাবের পর অ্যাগ্রিমো (অনুমোদন) দিতে হয়, আমরা তো এখনো অ্যাগ্রিমো প্রসেস করিনি। প্রসেস হোক, তারপরে দেখব।

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটি নিয়ে প্রধান উপদেষ্টার অফিস থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এর বাইরে কিছু নেই। সেখানে খুব চমৎকার পরিবেশে কথা হয়েছে। আমি পাশে ছিলাম। আলাপে সংস্কার ও যথা শিগগির নির্বাচন উঠে এসেছে।

ফোনালাপে মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে। তাদের বিষয়ে আমরা বিস্তারিত জানতে চেয়েছি। এদের মধ্যে কয়েকজনকে আদালতে নেওয়া হয়েছে। আবার কয়েকজনকে দেশে ফেরত পাঠানো হবে। ফেরত পাঠালে তাদের বিষয়ে আমাদেরও চেক করতে হবে, সেই সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না।

এই ঘটনায় ভিসা প্রাপ্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো নেগেটিভ বিষয় ভিসা প্রাপ্তিতে প্রভাব ফেলে। ফেলবে না, এ কথা আমি বলতে পারি না। তবে আমরা যথাযথ পদক্ষেপ নিলে, সেটা মিনিমাইজ করা যাবে।

উল্লেখ্য, গত ২৯ জুন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের একটি কার্যালয় ঢাকায় স্থাপনের প্রস্তাবের বিষয়ে নীতিগত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর