thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় কৃষক নিহত, আহত ১

২০১৪ এপ্রিল ০৯ ১৯:২৮:৩৯
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় কৃষক নিহত, আহত ১

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মীরসরাইয়ে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সুজাউল হক (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন সুজাউল হকের ছেলে রাজিবুল হক (২৫)।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারে এই খুনের ঘটনা ঘটে। নিহত সুজাউল ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশখালী গ্রামের তাজুল ইসলামের পুত্র।

স্থানীয় ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে সুজাউল হকের দাবি যুক্তিসংগত ছিল। এ বিষয়ে একাধিকবার বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।

জারারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, জায়গাজমি নিয়ে বিরোধের সূত্র ধরে মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা আবুরহাট পশ্চিম বাজারের মিন্টু সওদাগরের চায়ের দোকানের সামনে পিতা-পুত্রের ওপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে খুন করে সুজাউল হককে। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুজাউলকে মৃত ঘোষণা করে। আহত রাজিবুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/আরকে/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর