thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

খালেদার সঙ্গে নিশার বৈঠক রবিবার রাতে

২০১৩ নভেম্বর ১৪ ১২:২৮:১৯
খালেদার সঙ্গে নিশার বৈঠক রবিবার রাতে

দিরিপোর্ট প্রতিবেদক : ঢাকা সফরে আসার পরদিন রবিবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান জানান, খালেদা জিয়ার সঙ্গে সফরকারী মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল রবিবার রাত সোয়া ৮টায় বৈঠক করবেন। গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে।

ভারতীয় বংশোদ্ভূত নিশা গত ২১ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন।

তিনি এমন একটি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যখন নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতা চলছে। সংকট সমাধানে সংলাপে বসতে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিসওয়াল তার সফরে বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরকার, বিরোধী দল এবং শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ভারত-জাপানের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবার থেকে টোকিও সফর করছেন নিশা। বিএনপির চেয়ারপারসন ছাড়াও রবিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়াও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর বাইরে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও সরকারী কর্মকর্তাদের পাশাপাশি শ্রমিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে স্নাতক ডিগ্রিধারী নিশা দিশাই যুক্তরাষ্ট্রভিত্তিক সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারএ্যাকশনেও কাজ করেছেন।

(দিরিপোর্ট/টিএস/এমসি/জেএম/নভেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর