thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

চোখের জলে দুই মন্ত্রীর বিদায়

২০১৩ নভেম্বর ১৯ ১৭:৫০:০৮
চোখের জলে দুই মন্ত্রীর বিদায়

দিরিপোর্ট প্রতিবেদক : পদত্যাগের গেজেট প্রকাশের আগেই সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।

মঙ্গলবার এই দুই মন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও এর অধীনস্থ সংস্থার প্রধানদের কাছ থেকে বিদায় নেন।

সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুরে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মন্ত্রণালয়ের অধীন ১৭টি সংস্থা ও দফতরের প্রধানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সংস্কৃতি সচিব রনজিৎ কুমার বিশ্বাস ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান। সবাই বক্তব্যে মন্ত্রীর সঙ্গে কাজ করার স্মৃতি রোমন্থন করেন ও শুভকামনা জানান। মন্ত্রীও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।

অপরদিকে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বিদায় নিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে মিলিত হন। এতে মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইকফাৎসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দফতরগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রীর বিদায়ী অনুষ্ঠানটি পারস্পারিক স্মৃতি রোমন্থনে ভারাক্রান্ত হয়ে ওঠে। বিদায়ী বক্তব্য দিতে গিয়ে বার বারই চোখের কোণ চিক চিক করে ওঠে মহাজোট সরকারের এ জ্যেষ্ঠ মন্ত্রীর।

এ ছাড়া সোমবারই কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন। বিদায় নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজস্ব সূত্রে নিশ্চিত হয়েই বিদায় নিয়েছেন বলে জানা গেছে। তবে অন্যরা যথারীতি অফিস করছেন, অংশ নিচ্ছেন নির্ধারিত কর্মসূচিতেও।

নির্বাচনকালীন সরকার গঠনের জন্য ১১ নভেম্বর সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারিখবিহীন পদত্যাগপত্র জমা দেন মন্ত্রিসভার সদস্যরা। তবে কয়েকজন আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, এ পদত্যাগপত্রগুলোর মধ্যে যেগুলো রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে কেবল তাদের পদত্যাগই কার্যকর হবে।

এ বিষয়ে আদেশও জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। আদেশ জারি হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবেন না।

এরমধ্যে সোমবার নির্বাচনকালীন মন্ত্রিসভার জন্য জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির আট জন শপথ নিয়েছেন। এদের মধ্যে ছয়জনকে মন্ত্রী ও দুই জনকে প্রতিমন্ত্রীও নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে পদত্যাগের আদেশ এখনো জারি করা হয়নি। জারি করা হয়নি দফতর বণ্টনের আদেশও।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এনডিএস/এসবি/নভেম্বর ১৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর