thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নির্দলীয় সরকারের দাবি

২০১৩ নভেম্বর ১৯ ১৮:১৩:১০
নির্দলীয় সরকারের দাবি

দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সর্বদলীয় সরকার কোনো কথা নয়, আমরা নির্দলীয় সরকার চাই।’

বঙ্গভবনে প্রবেশের মুখে মঙ্গলবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম এ সময় জানান, বিদ্যমান সমস্যা সমাধানের একমাত্রই পথ, ‘শেখ হাসিনার পদত্যাগ।’ তিনি নির্বাচনের সময় সেনা মোতায়েনেরও দাবি জানান।

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ‘আমাদের একমাত্র দাবি, নির্দলীয় ও নিরপেক্ষ সরকার।’

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এ সময় নির্বাচন কমিশন পুনর্বহালের দাবি জানান।

(দিরিপোর্ট/এমএইচ/এমএআর/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর