thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

ফেনীতে ডায়রয়িা ও নিউমোনিয়ার প্রকোপ

২০১৩ অক্টোবর ১১ ১৬:৫১:০৭ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ফেনী সংবাদদাতা : প্রচণ্ড গরম ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে ফেনীতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শুধু সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সাপ্তাহে তিন শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে।


এছাড়া আধুনকি সদর হাসপাতালে দুই শতাধকি এবং ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে চার শতাধকি শশিুকে চকিৎিসা দওেয়া হয়ছে।ে
শুক্রবার সোনাগাজী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেরে জরুরি বভিাগরে চকিৎিসক ইসমাইল হোসনে জানান, শত্যৈপ্রবাহরে কারণে বভিন্নি রোগে শশিু ও বয়োবৃদ্ধরা হাসপাতালে র্ভতি হচ্ছনে।
ডায়রয়িা ও নউিমোনয়িায় আক্রান্ত হয়ে চরসাহাপুর গ্রামরে সুমাইয়া আক্তার (৪), চরডুব্বা গ্রামরে নীরব (৩ মাস), ছাড়াইতকান্দি গ্রামরে রফিাত (৬), সাতবাড়য়িা গ্রামরে আইয়ুব খান (২২), মঙ্গলকান্দি গ্রামরে ফারহিা (৯ মাস), চরদরবশে গ্রামরে মাহমুদূল ইসলাম (৬ মাস), ছাড়াইতকান্দি গ্রামরে মুজাহদিুল ইসলাম (২২ দনি), চরচান্দয়িা গ্রামরে আবদুর রহমান (৩), শাহাপুর গ্রামরে কামরুল আনাম (২), সমবায় বাজার এলাকার মোবারক হোসনে (২), আবদুর রহমি (৬০), জাহদো বগেমসহ (৬৫) শতাধকি রোগী স্বাস্থ্য কমপ্লক্সেে র্ভতি রয়ছেনে।
ফনেী সদর হাসপাতালে র্কতব্যরত চকিৎিসক আরএমও অসীম সাহা জানান, এটা শীতকালীন ভাইরাস। প্রচণ্ড গরম ও মৃদু শত্যৈপ্রবাহরে কারণে ঠাণ্ডাজনতি রোগ দখো দয়ে।
তনিি আরো জানান, প্রতদিনি আউটডোরে শত শত রোগী চকিৎিসা নচ্ছিনে। এছাড়া ডায়রয়িা ও নউিমোনয়িায় আক্রান্ত র্অধশতাধকি রোগী হাসপাতালে চকিৎিসাধীন আছনে।
(দরিপর্িোট২৪/আরএইচ/এএস/অক্টোবর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর