thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

কিশোরগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ৩

২০১৩ অক্টোবর ১২ ১০:২৫:৩৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
কিশোরগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ৩
দিরিপোর্ট২৪ প্রতিবেদক: আধিপত্য বিস্তার নিয়ে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- সিংপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী ওয়াইজকুরনি (৩৪), বিএনপিকর্মী কাঞ্চন মিয়া (৪৫) ও তার ছোট ভাই হাদিস মিয়া (৪০)।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত কর্মী আহত হন। এর মধ্যে ২০ জনকে নিকলী, করিমগঞ্জ, মিঠামইন ও কিশোরগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন সিংপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল হাশিম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে আবদুল হাশিমের পক্ষের দু’জনকে মারধর করে প্রতিপক্ষরা। এ ঘটনার পর উভয়পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে তা বন্দুকযুদ্ধে রূপ নেয়। বন্দুকযুদ্ধে হাশিমের সমর্থক ওয়াইজকুরনি (৩৪) গুলিবিদ্ধ হন। এ সময় হারুনের সমর্থক কাঞ্চন মিয়ার মাথায় দা দিয়ে কোপ দেয় প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আহত কাঞ্চন মিয়ার ছোট ভাই হাদিস মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জামাল উদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর