thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

তেরখাদায় বিএনপির মিছিলে পুলিশের হামলা

২০১৩ নভেম্বর ২২ ২০:৩১:১১
তেরখাদায় বিএনপির মিছিলে পুলিশের হামলা

খুলনা সংবাদদাতা : জেলার তেরখাদায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে ১০ জন আহত হয়েছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫টার দিকে কাটেঙ্গা বাজার থেকে মিছিল নিয়ে থানার সামনে দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পুলিশ হামলা চালায়। এতে তেরখাদা থানা বিএনপির সাধারণ সম্পাদক মেজবাউল আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপিকর্মী নাহিদ মোল্লা, রবিউল ইসলাম, মোজাম্মেল হক, বেল্লাল হোসেন ও আকিজুর রহমানসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গ্রেফতার এড়াতে আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুস সামাদ লিটন, শিবিরকর্মী ওমর আলী ও জোবায়ের হোসেনকে গ্রেফতার করেছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তারা রাবার বুলেট ও টিয়ারশেল ব্যবহার করে। তবে পুলিশের কেউ আহত হননি।

তিনি আরো জানান, এ সময় সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

(দিরিপোর্ট/এসএইচ/এমএআর/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর