thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

পাকিস্তানে দুটি বিস্ফোরণে নিহত ৭

২০১৩ নভেম্বর ২৩ ০৩:৩০:০২
পাকিস্তানে দুটি বিস্ফোরণে নিহত ৭

দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের করাচিতে দুটি বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য ডনের।

করাচির একটি হোটেলের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দ এত বেশি ছিল যে অনেক দূর পর্যন্ত তা শোনা গেছে। ঘটনাস্থলে থাকা মোটরসাইকেল এবং গাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে।

খবরে বলা হয়েছে, ওই দুই বিস্ফোরণের পরপরই আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একইসঙ্গে বিস্ফোরণের কারণে ঘটনাস্থলের আশেপাশের ভবনগুলোর জানালার কাঁচ ভেঙ্গে গেছে। ওই এলাকার মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং কয়েকটি হাসপাতালে জরুরি সেবাদান শুরু করা হয়।

সিন্ধ প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল মেমন এই ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে এই হামলার নিন্দা করেছে।

(দিরিপোর্ট/আদসি/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর