thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বিএনএফের সংবাদ সম্মেলনে হাতাহাতি

২০১৩ নভেম্বর ২৩ ১৩:৫৬:০৪
বিএনএফের সংবাদ সম্মেলনে হাতাহাতি

দিরিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশন থেকে সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সংবাদ সম্মেলনের শুরুতেই চরম হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুগ্মআহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিশকে বহিস্কার করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এ ঘটনা ঘটে।

দলের চিফ কোঅর্ডিনেটর ও প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে পরিচয়পর্ব চলার সময় যুগ্মআহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান মজলিশের নামের আগে কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর নাম বলেন। এতে মজলিশ আপত্তি জানিয়ে উচ্চস্বরে প্রতিবাদ করতে থাকেন। এ ঘটনায় বাকবিতণ্ডার পর শুরু হয় হাতাহাতি।

এ সময় কোঅর্ডিনেটর আজাদ তাৎক্ষণিকভাবে মোয়াজ্জেম হোসেন খান মজলিশকে বহিষ্কার করেন এবং টানাহেচড়া করে তাকে সংবাদ সম্মেলন থেকে বের করে দেন। এরপর মজলিসকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়।

হট্টগোলের কারণে প্রায় ১৫ মিনিট সংবাদ সম্মেলন বন্ধ থাকার পর বিএনএফের চিফ কোঅর্ডিনেটর ও প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ হট্টগোলের বিষয়টি গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানান।

তিনি বলেন, সংবিধানের ১২৩ ধারা অনুযায়ী সংসদের মেয়াদ শেষে ৯০ দিনের মধ্যে হতে হবে।

বিএনএফ আসলে বিএনপির ক্ষতি হবে এমন প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনএফ প্রতিষ্ঠা করেছেন। তার ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে বিএনএফ কাজ করবে। তাতে বিএনপির কোনো ক্ষতি হবে না।

আওয়ামী-বিএনপি কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, আমরা রাজনৈতিক সংকট উত্তরণে মধ্যস্থতা করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা ফ্যাক্টর হতে চাই। দুই দলের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। রাজনৈতিক সংকট উত্তরণে মধ্যস্থতার ভুমিকা নিতে চাই। আমরা দুই দলকে সংলাপের মাধ্যমে সমঝোতার আহ্বান জানাবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শেখ হাসিনা ও খালেদা জিয়াকে মৌখিক এবং লিখিতভাবেই আহ্বান জানাবো।

নিবার্চন কমিশনকে লেভেল ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার আহবান জানিয়ে বলেন, ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে এমন বাধ্যবাধকতা নেই। ২৪ জানুয়ারির পরে ৯০ দিনের মধ্যে নির্বাচনের সুযোগ রয়েছে। এসময় তিনি বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে বলেন, নির্বাচন যত দীর্ঘায়িত হবে বর্তমান সরকারের মেয়াদ তত দীর্ঘায়িত হবে।

সর্বদলীয় সরকার নিয়ে তিনি বলেন, এটি কোনো সর্বদলীয় সরকার নয়, মহাজোটের নতুন সংস্করণ সরকার। যেখানে ১৮ দলের অংশগ্রহণ নেই। তা সর্বদলীয় সরকার হতে পারে না। এটি ২৪ জানুয়ারি পর্যন্ত চলতে পারে।

সংবাদ সম্মেলনে নির্বাচেন অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমাদের দল থেকে এর মধ্যে ১০০ আসনে মনোনয়ন ফরম বিক্রি হয়ে গেছে। আজ (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রি শুরু হবে।

বিএনএফ ক্ষমতায় গেলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস সংবিধানে স্থাপনের জন্য আন্দোলন করবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন এক সঙ্গে দাবি করে তিনি বলেন, আমার চাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যৌথ শাসন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কো-কনভেনার অধ্যাপিকা জাহানারা বেগম, মেম্বার সেক্রেটারি অধ্যাপক মাঈন উদ্দিন, জয়েন্ট কনভেনার নাজমুল আহসান মল্লিক, মেহজাবিন ওয়াহিদ, ট্রেজারার মোহাম্মদ আলী, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনএফ নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায় গত ১৮ নভেম্বর। তাদেরকে টেলিভিশন প্রতীক দেওয়া হয়। এরপর এটাই ছিলো প্রথম সংবাদ সম্মেলন।

(দিরিপোর্ট/টিএস-এমএইচ-কেএ/এপি/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর