thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে কৃষক নিহত

২০১৩ অক্টোবর ২০ ১১:৩২:৫৫ ০০০০ 00 ০০ ০০:০০:০০
নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে কৃষক নিহত
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে কবির আহমেদ (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত কবির আহমেদ ওই এলাকার মৃত উলা মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম জানান, রাতে কৃষক কবির আহমেদ এক সঙ্গীকে নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন। অন্যজন পালিয়ে গেলেও কবিরকে বন্যহাতি আছড়িয়ে মারে।

খবর পেয়ে রবিবার সকালে নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ক্যাম্প থেকে পুলিশ ঘটনাস্থলে গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার একই উপজেলার দোছড়ি ইউনিয়নের গুরুইন্নাকাটায় বন্যহাতির আক্রমণে মোহাম্মদ হোসেন নামে অপর এক কৃষক প্রাণ হারান।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর