thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইতিবাচক এমন বৈঠক আরও হবে : তথ্যমন্ত্রী

২০১৩ নভেম্বর ২৪ ১৬:১৫:৩৮
ইতিবাচক এমন বৈঠক আরও হবে : তথ্যমন্ত্রী

দিরিপোর্ট প্রতিবেদক : প্রধান দুই দলের মহাসচিব পর্যায়ের বৈঠকের কথা স্বীকার করে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ওই বৈঠক ইতিবাচক। সুস্থ রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখতে এমন বৈঠক আরও হবে।’

সচিবালয়ে রবিবার এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

বনানীর একটি বাসায় শনিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু বিএনপি বৈঠকের কথা অস্বীকার করে।

তথ্যমন্ত্রী বলেন, আমার বিশ্বাস বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনে আসবেন। ওই বৈঠক সেই প্রক্রিয়ারই একটি অংশ।

বিএনপি ছাড়াই বহুদলীয় সরকার গঠন হয়েছে জানিয়ে ইনু বলেন, ‘তারা যে কোন সময় আসতে পারেন। আসলে এটি সর্বদলীয় সরকার হবে।’

বাংলাদেশ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে প্রকাশিত নিবন্ধের প্রতিবাদ জানানো হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে।

গত সপ্তাহে প্রভাবশালী মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের একটি সম্পাদকীয়তে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্নভাবে চাপে পড়তে পারে’ –এমন নিবন্ধ ছাপা হয়।

নিবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, মানবাধিকারকর্মীদের নিপীড়ন বন্ধ করা এবং বিরোধী দলের সঙ্গে মিলে পরবর্তী নির্বাচন নিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে পরামর্শ দেওয়া হয়।

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী দলের কয়েকজন নেতাকে আসামি করা হয়েছে। মূলত বিরোধী দলকে শায়েস্তা করতেই ট্রাইব্যুনালের কার্যক্রম বলে প্রতীয়মান হচ্ছে’ বলে নিবন্ধে উল্লেখ করা হয়।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এমএআর/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর