thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘বিএনপির ভাইরাস নিতে চান, নিয়ে যান’

২০১৩ নভেম্বর ২৫ ১৪:৪১:৪৭
‘বিএনপির ভাইরাস নিতে চান, নিয়ে যান’

দিরিপোর্ট প্রতিবেদক : ‘বিএনপির ভাইরাস লোক নিয়ে যেতে চান, নিয়ে যান। তাতে খালেদা জিয়ার সমস্যা হবে না।’ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন।

ধানের শীষ সমর্থক ফোরামের উদ্যোগে ‘বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনকে বলবো ১৮ দল নির্বাচনে গেলে সিডিউল দেন। আমরা নির্বাচনে না গেলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই ১৮ দল ছাড়া সিডিউল দিবেন না। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ থাকা সত্ত্বেও নির্বাচনের সিডিউল ঘোষণা করতে পারছে না। সিডিউল দিলে কিনা কী হয়। তাদের নির্বাচন পরিচালনা করার ক্ষমতা নেই।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফারুক বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) ভাবছেন মওদুদ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়াকে জেলে নিলেই বেগম খালোদ জিয়া সমঝোতা করতে বাধ্য হবেন। এটা সঠিক নয়। এছাড়া ষড়যন্ত্রের নেপথ্যে বিএনপির কিছু ভাইরাস লোককে নিয়ে মন্ত্রিসভায় বসানোর যে প্রয়াস চালাচ্ছেন তা কখনও সফল হবে না।’

তিনি বলেন, ‘হরতাল অবরোধের প্রয়োজন নেই। এখন সমঝোতার পথ খোলা আছে। তাই বিএনপির সঙ্গে আলোচনা করে দশম জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন। যতই জেল, জুলুম, হত্যা, গুম করা হোক না কেন নির্দলীয় সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

মহাসচিব পর্য়ায়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই মহাসচিব পর্যায়ের আলোচনার চেষ্টাকে যদি দূর্বলতা মনে করেন তাহলে বোকার স্বর্গে আছেন।’

সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ, ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা প্রমুখ।

(দিরিপোর্ট/এমএইচ/এমসি/জেএম/এইচএসএম/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর