thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধ’ : ওসিসহ আহত ৯

২০১৩ অক্টোবর ২০ ১৪:৩২:৪৮
নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধ’ : ওসিসহ আহত ৯
নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানসহ ৭ পুলিশ সদস্য ও ২ ডাকাত গুলিবিদ্ধসহ ৯ জন আহত হয়েছেন।

শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

গুলিবিদ্ধরা হচ্ছেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারীর শেখ কামাল প্রকাশ এলজি কামাল (৩৮), চাটখিল উপজেলার পরকোট এলাকার জাহাঙ্গীর প্রকাশ কাচি জাহাঙ্গীর (২৮)। তাদের গুলিবিদ্ধ অবস্থায় আটক করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে নিজাম বাহিনীর সদস্য কাচি জাহাঙ্গীর ও এলজি কামালকে গ্রেফতার করে। পরে তাদের নিয়ে শনিবার গভীর রাতে অস্ত্র উদ্ধার করার জন্য উপজেলার মুছাপুরে অভিযান চালায় পুলিশ।

অস্ত্র উদ্ধার শেষে ডাকাতদের নিয়ে থানায় ফেরার পথে মানিক বাজারের তিন রাস্তার মোড়ে দস্যু নিজাম বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ বেধে যায়। এ সময় কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমানসহ ৭ পুলিশ সদস্য আহত এবং গ্রেফতারর হওয়া ২ ডাকাত গুলিবিদ্ধ হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান দিরিপোর্ট২৪কে জানান, দস্যু নিজাম বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা ১৪ রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় পালাতে গিয়ে এলজি কামাল ও কাচি জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর