thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

নিরাপত্তার জন্য নিষেধাজ্ঞা : ডিএমপি কমিশনার

২০১৩ অক্টোবর ২০ ১৬:৪৪:৪১
নিরাপত্তার জন্য নিষেধাজ্ঞা : ডিএমপি কমিশনার
দিরিপোর্ট২৪প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, নাগরিকদের নিরাপত্তার জন্য ঢাকা মহানগরীতে সভা- সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। একে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা ঠিক হবে না।



রবিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ঈদ শেষে বাড়ি ফেরা ৫০ লাখ লোকের নিরাপত্তার স্বার্থে এবং তাদের মনের আতঙ্ক দূর করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের কাছে পরিস্থিতি স্বাভাবিক মনে হলে আমরা এ নিষেধাজ্ঞা তুলে নেবো।’

‘যখন কোনো সভা-সমাবেশ থেকে দা, কুড়াল ও কাস্তে নিয়ে কথা বলা হয়, তখন নাগরিক জীবন ঝুঁকিতে থাকে। তখন আমাদের সভা-সমাবেশ নিষিদ্ধ করা ছাড়া কোনো পথ থাকে না’ -জানান পুলিশ কমিশনার।

তিনি বলেন, সভা-সমাবেশের ক্ষেত্রে অনুমতি দেওয়ার বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

বস্তির অগ্নিকাণ্ড প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। প্রাথমিকভাবে ডিএমপির পক্ষ থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের সাহায্যার্থে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।

উল্লেখ্য, শনিবার ডিএমপির এক আদেশে রাজধানীতে রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/এমডি/অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর