thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

উন্নয়নের বিলবোর্ড এখন গৌরীপুরে

২০১৩ অক্টোবর ২০ ১৭:১৮:০০
উন্নয়নের বিলবোর্ড এখন গৌরীপুরে
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরের পর মহাজোট সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি সংবলিত বিলবোর্ড শোভা পাচ্ছে ময়মনসিংহের গৌরীপুরে। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবের সময় উপজেলা ও পৌর এলাকার সর্বত্র এসব বিলবোর্ড টাঙানো হয়েছে বলে জানা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো ছাড়াও সংসদীয় এ আসনের প্রতিটি ইউনিয়নের গ্রামগঞ্জ ও হাট-বাজারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ছবি সংবলিত বিশাল বিলবোর্ড এবং ডিজিটাল ব্যানার শোভা পাচ্ছে।

এসব বিলবোর্ড ও ডিজিটাল ব্যানারে মহাজোট সরকারের ৫ বছরের শাসনামলে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি, দারিদ্র্য বিমোচনে গৃহীত নানা প্রকল্প, শিক্ষা উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিদ্যুৎখাতে সরকারের তৎপরতা, তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতি, আইনের শাসন প্রতিষ্ঠা, সমুদ্র বিজয়সহ সরকারের নানা সাফল্যের উন্নয়ন ও অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল জানান, নির্বাচনের আগে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসাধারণের কাছে তুলে ধরার জন্যই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এসব বিলবোর্ড ও ডিজিটাল ব্যানার টাঙানো হয়েছে।

(দিরিপোর্ট২৪/এএস/এফএস/ এমডি/ অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর