thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

বেশি দামে ৯৪ হাজার বৈদ্যুতিক খুঁটি কিনবে সরকার

২০১৩ অক্টোবর ২০ ১৭:৩৩:০৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
বেশি দামে ৯৪ হাজার বৈদ্যুতিক খুঁটি কিনবে সরকার
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পল্লী এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে অতিরিক্ত দামে আরো ৯৪ হাজার কনক্রিটের (এসপিসি পোল) খুঁটি কিনবে সরকার। তিনটি লটে খুঁটিগুলো কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৮ কোটি ১ লাখ ৯৫ হাজার টাকা। প্রতিটি খুঁটির গড় দাম পড়বে ২০ হাজার টাকারও বেশি।

খুঁটিগুলো প্রাক্কলিত দামের চেয়ে বেশি দামে কেনা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর প্রাক্কলিত ব্যয় ১৫৮ কোটি ৮০ লাখ ২৩ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতিটি খুঁটির গড় দাম পড়ে ১৬ হাজার ৮৯৩ টাকা।

বিদ্যুৎ বিভাগ জানায়, এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হবে।

বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম খুঁটি কেনা প্রসঙ্গে জানান, দেশের ৪০ শতাংশ মানুষ এখনো বিদ্যুৎ সেবার বাইরে। তারা বিদ্যুৎ চাইছেন। আর বিদ্যুৎ দিতে আমাদের খুঁটি কিনতে হবে।

সরকারের শেষ সময়ে খুঁটি কেনার বিষয়ে জানতে চাওয়া হলে সচিব বলেন, ‘সরকারের শেষ সময় বলে কিছু নেই। সরকার একটি কন্টিনিউয়াস প্রসেস।’

ক্রয় কমিটিতে উপস্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগের প্রস্তুত করা সার-সংক্ষেপে উল্লেখ আছে, তিনটি সাব-প্যাকেজে ৯৪ হাজার খুঁটি সংগ্রহ করা হবে। এর মধ্যে ৪৮-১১০ নং প্যাকেজে ৩০ হাজার ৬০০, ৪৮-১১১ নং প্যাকেজে ৩১ হাজার ৮০০ এবং ৪৮-১১২ নং প্যাকেজে ৩১ হাজার ৬০০ খুঁটি কেনা হবে।

৩০ হাজার ৬০০ খুঁটি কিনতে ব্যয় হবে ৬১ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার টাকা। এ প্যাকেজের দরপত্র পাচ্ছে মেসার্স দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ৩১ হাজার ৮০০ খুঁটি সরবরাহের কাজ পাচ্ছে মেসার্স কনটেক কনস্ট্রাকশন লিমিটেড। এতে ব্যয় হবে ৬৩ কোটি চার লাখ ৮৯ হাজার টাকা। এছাড়া ৬৩ কোটি ১২ লাখ সাত হাজার টাকায় সংগ্রহ করা হবে ৩১ হাজার ৬০০ খুঁটি। এ কাজের দরপত্র পেতে যাচ্ছে মেসার্স কনফিডেন্স পাওয়ার লিমিটেড।

অভিযোগ আছে, প্রাক্কলিত দামের চেয়ে ৪৮-১১০ নং প্যাকেজে নয় কোটি ৫৯ লাখ টাকা, ৪৮-১১১ নং প্যাকেজে নয় কোটি ৮২ লাখ টাকা ও ৪৮-১১২ নং প্যাকেজে নয় কোটি ৮০ লাখ টাকা বেশি দামে বিদ্যুতের খুঁটি কেনা হচ্ছে। ফলে অতিরিক্ত ব্যয় হচ্ছে ২৯ কোটি ২১ লাখ ৭২ হাজার টাকা।

পল্লী এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে ২০১২-২০১৫ মেয়াদে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারি অর্থায়নে ‘১.৮ মিলিয়ন কনজ্যুমার কানেকশন থ্রো রুরাল ইলেকট্রিফিকেশন এক্সপানশন’ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় পাঁচ হাজার ৪১৩ কোটি টাকা। প্রকল্পের অধীনে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ, বিদ্যমান লাইনের নবায়ন ও পুনর্বাসন, নতুন ৩৩/১১ কেভি (কিলো ভোল্ট) সাব-স্টেশন নির্মাণ, পুরানো ৩৩/১১ কেভি সাব-স্টেশনের ক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ ও ভূমি অধিগ্রহণের কার্যক্রম গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে অতিরিক্ত ১৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য পাঁচটি সাব-প্যাকেজে (৪৮-১১০, ৪৮-১১১, ৪৮-১১২, ৪৮-১১৩ এবং ৪৮-১১৪) ভাগ করা হয়েছে। এ প্যাকেজের আওতায় মোট ১ লাখ ৯৩ হাজার ৩২৫টি বিদ্যুতের খুঁটি কেনা হবে।

এর আগে, গত ১৪ আগস্ট বিভিন্ন ধরনের মোট ৬০ হাজার ৬২৫টি এসপিসি খুঁটি কেনার প্রস্তাব অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় ধরা হয়েছিল মোট ১১৭ কোটি টাকা। গত ৯ সেপ্টেম্বর ৬২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৩১ হাজার ৯২৫টি খুঁটি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

(দিরিপোর্ট২৪/ রানা মাসুদ/ এমএআর/ এমডি/ অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর