thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘অবরোধ হবে শান্তিপূর্ণ’

২০১৩ নভেম্বর ২৬ ১৯:৩৫:৩১
‘অবরোধ হবে শান্তিপূর্ণ’

দিরিপোর্ট প্রতিবেদক : অবশেষে আন্দোলনের মাঠে নামলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানী গাবতলী ব্রিজের পশ্চিম পাশে হিজলায় প্রধান সড়কে ১৮ দলের নেতা-কর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশনে জনগণ যাদের পক্ষে রায় দিয়েছে, তাদের ছাড়া নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার অবরোধ হবে শান্তিপূর্ণ। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হতে পারে না। আমরা এ তফসিল প্রত্যাখ্যান করেছি। হরতাল-অবরোধ গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার আদায় করেই ছাড়বো।

সকাল ১১টার দিকে গাবতলীতে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ বাধে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার শেল নিক্ষেপ করে।

এদিকে গাবতলী বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। মিরপুর ও গাবতলী এলাকায় দোকান পাট বন্ধ ছিল। যানবাহন চলাচল ছিল কম।

(দিরিপোর্ট/টিএস/এসবি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর