thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ৩১ চৈত্র ১৪৩১,  ৭ জিলকদ  1445

সারাদেশে সহিংসতায় নিহত ৫

২০১৩ নভেম্বর ২৬ ২০:৩৩:৫১
সারাদেশে সহিংসতায় নিহত ৫

দিরিপোর্ট ডেস্ক : ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার সারাদেশে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

সাতক্ষীরা : জেলার কলারোয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে জামায়াত-শিবিরকর্মীরা।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে শিবিরকর্মীরা। তিনি দেয়াড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

এর আগে মঙ্গলবার সাড়ে ১১টায় একই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুকে পিটিয়ে হত্যা করে শিবিরকর্মীরা। তিনি সলিমপুর গ্রামের গোলাম রহমান মোড়লের ছেলে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও সাতক্ষীরা ৩৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামান নেতৃত্বে ওই এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান করছেন।

কলারোয়া থানার ওসি শাহ দারা খান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।

বগুড়া : বগুড়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত যুবদলকর্মীর নাম ইউসুফ আলী (২৩)। তিনি জেলার শাজাহানপুর উপজেলার ঢাকুনতা গ্রামের মুকুল হোসেনের ছেলে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও জেলা ১৮ দলের সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন, নিহত ইউসুফ যুবদলকর্মী।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজিউর রহমান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধকারীদের সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

কুমিল্লা : কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা চৌমুহনী এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে রিপন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মারা যান তিনি। তিনি কুমিল্লা ১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্য।

কুমেক পরিচালক ডা. সোহলে রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ : মঙ্গলবার সকালে শহরের জগাইমোড় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। তার নাম সাকমান হোসেন (২৭)। তিনি সদর উপজেলার মাছুয়াকান্দি গ্রামের সমেদ আলীর ছেলে।তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(দিরিপোর্ট/এসবি/এমডি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর