thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

খুলনায় র‌্যাবের গাড়িতে ককটেল বিস্ফোরণ

২০১৩ নভেম্বর ২৬ ২১:২৬:২৫
খুলনায় র‌্যাবের গাড়িতে ককটেল বিস্ফোরণ

খুলনা সংবাদদাতা : অবরোধ চলাকালে মঙ্গলবার রাতে সোনাডাঙ্গা মডেল থানার অদূরে মজিদ সরণীতে র‌্যাবের গাড়িতে একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ককটেলটি গাড়ির সামনের গ্লাসে পড়ে বিস্ফোরিত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

র‌্যাব সদস্যরা জানান, তারা পরপর তিনটি গাড়ি সারিবদ্ধ হয়ে এলাকায় টহল দিচ্ছিলেন। প্রথম গাড়িতে দুর্বৃত্তরা ককটেল ছুঁড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, একই স্থানে একটি ইজিবাইকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় আরো ৪/৫টি ইজিবাইক ভাঙচুর করে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এসআই মিলন বলেন, র‌্যাবের গাড়িতে ককটেল নিক্ষেপ, ইজিবাইকে আগুন ও ভাঙচুরের খবর শুনেছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

(দ্য রিপোর্ট/এমএইচও/এসবি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর