thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টাঙ্গাইলে পুলিশ-অবরোধকারী সংঘর্ষ

২০১৩ নভেম্বর ২৬ ২১:৩৬:০৯
টাঙ্গাইলে পুলিশ-অবরোধকারী সংঘর্ষ

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে ১৮ দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে মহাসড়ক এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের রাবার বুলেটে জিয়া শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফিরোজ হায়দারসহ ১৪ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল গোড়াই শিল্পাঞ্চল এলাকা মহাসড়ক অবরোধ করে ১০/১২টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউণ্ড রাবার বুলেট ছোড়ে।

আহত ফিরোজ হায়দার অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অহেতুক রাবার বুলেট ছোড়ার কারণে দলের নেতাকর্মীরা আহত হয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউণ্ড টিয়ার সেল ও ছয় রাউণ্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(দ্য রিপোর্ট/আরআরটি/এমএইচও/এসবি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর