thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে ককটেল বিস্ফোরণে ৪ সাংবাদিক আহত

২০১৩ নভেম্বর ২৬ ২১:৪১:০৫
রাজধানীতে ককটেল বিস্ফোরণে ৪ সাংবাদিক আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে চার সাংবাদিক আহত হয়েছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামর (পিআরএফ) সভাপতি মোস্তাক হোসেন ও সাধারণ সম্পাদক মহসিন হোসেন।

এক বিবৃতিতে তারা বলেন, নিজ নিজ দায়িত্ব পালনের সময় মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে আহত হন চার সাংবাদিক। এরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান চন্দন, এসএ টেলিভিশনের প্রতিবেদক মাহমুদ ও তার ক্যামেরাম্যান এবং বাংলানিউজ২৪ডটকমের প্রতিবেদক সাজেদা সুইটি। এর মধ্যে সাজেদা সুইটির অবস্থা গুরুতর।

এ ঘটনার তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাজেদা সুইটি ও মাহমুদ পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সদস্য।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এসবি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর