thereport24.com
ঢাকা, রবিবার, ৯ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২ জিলহজ ১৪৪৫

বনশ্রীতে লেগুনায় আগুন, চালক দগ্ধ

২০১৩ নভেম্বর ২৬ ২২:০৭:২৭
বনশ্রীতে লেগুনায় আগুন, চালক দগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রামপুরার বনশ্রীতে যাত্রীবাহী লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চালক মোজাম্মেল হক গুরুতর আহত হন।

লেগুনার হেলপার রোমান জানান, যাত্রীসহ মাদারটেক থেকে রামপুরা বনশ্রী যাওয়ার পথে রাত সাড়ে সাতটায় লেগুনাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

যাত্রীরা এ সময় অল্পের জন্য রক্ষা পান। কিন্তু চালক দগ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শারমীন জাহান জানান, তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।

অন্যদিকে, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

(দিরিপোর্ট/এসআর/এমএইচও/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর