thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অবরোধে নাশকতা অব্যাহত

২০১৩ নভেম্বর ২৭ ১১:২০:৪০
অবরোধে নাশকতা অব্যাহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতা চলছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে পুরান ঢাকার দয়াগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে শিবিরকর্মীরা। এসময় তারা একটি সিএনজি ভাংচুর করে। পুলিশ তাদের প্রতিহত করার জন্য ১৫ থেকে ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। শিবিরকর্মীরাও পুলিশকে লক্ষ করে ৮টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে গাবতলি এলাকায় ৫টি ককটেল বিষ্ফোরণ ঘটায় দুর্বৃত্ত্বারা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ সকল ঘটনা প্রসঙ্গে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ বলেন, ‘রাজধানী ও আশপাশের এলাকায় কিছু বিক্ষিপ্ত নাশকতার ঘটনা ঘটছে। প্রশাসন এ ঘটনাগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য সতর্ক অবস্থানে রয়েছে।

(দিরিপোর্ট/এসআর/এমসি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর