thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গাজীপুরে ট্রেন ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুত

২০১৩ নভেম্বর ২৭ ১১:২২:৩৪
গাজীপুরে ট্রেন ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুত

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের রাজেন্দ্রপুরে অগ্নিবীণা এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

রেলওয়ে পুলিশ জানান, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন থেকে আড়াই কিলোমিটার দূরে গজারিবনের ভেতরে তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণার ৪টি বগি লাইনচ্যুত হয়। ঘটনাটি বিরোধী দলের নাশকতার কারণে ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বুধবার সকালে উদ্ধারকারী ট্রেন ও লোকজন এসে ইঞ্জিনসহ বগিগুলো উদ্ধারের চেষ্টা করছে। দুপুর ৩টা নাগাদ উদ্ধার কাজ সম্পন্ন হতে পারে বলে কর্তৃপক্ষ জানায়।

(দিরিপোর্ট/এমএমএফ/এফএস/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর