thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দ্বিতীয় দিনের অবরোধে অচল চট্টগ্রাম

২০১৩ নভেম্বর ২৭ ১১:৫৫:২১
দ্বিতীয় দিনের অবরোধে অচল চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। অবরোধের সর্মথনে নগরীর বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করছে বিএনপি-জামায়াত। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রিকশা, টেম্পু ছাড়া নগরীতে কোনো যানবাহনই রাস্তায় নামেনি। নগরীর বন্দর এলাকায় নিমতলী বাস টার্মিনালে মিছিল নিয়ে প্রবেশ করে ৪০টি গাড়ি ভাংচুর করে বিএনপি জামায়াতকর্মীরা। এসময় পুলিশ ৩ জনকে আটক করে।

এছাড়া কাজীর দেউড়ি ও শাহ আমানত সেতু সংলগ্ন আর ১নং গেইট এলাকায় ৫টি গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এদিকে ভিআইপি রোড এলাকায় পুলিশের সাথে অবরোধকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে আহত হয়েছে আশিক, ফয়সাল ও রফিক নামের তিনজন। এখান থেকে পুলিশ ২৭ জনকে আটক করেছে।

অপর দিকে আলমাস সিলেমা হলের সামনে সিএনজিতে আগুন দিলে দুই যাত্রী দগ্ধ হয়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নগরীর প্রবেশপথ বাকলিয়া থানার তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় অবস্থান নিয়েছে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলম এবং সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেনসহ ১৮ দলের নেতাকর্মীরা। সকাল থেকে ওই প্রবেশ পথে জড়ো হতে চাইলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। একইস্থানে সকালে অবরোধের সমর্থনে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে বিএনপিও যোগ দেয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে ৬-৭ জনকে আটক করে থানায় নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এছাড়া জেলার পটিয়া, সাতকানিয়ায় প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা। পুলিশের ধাওয়ায় আহত হযেছে কমপক্ষে ১৮ জন।

(দ্য রিপোর্ট/কেএইচএস/ডব্লিউএস/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর