thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পুরান ঢাকায় ১৩ ককটেল বিস্ফোরণ

২০১৩ নভেম্বর ২৭ ১২:০৩:০৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার পুরান ঢাকার বিভিন্ন জায়গায় ১৩টি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহতের কোন ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেলা পৌনে ১২টার দিকে সিদ্দিক বাজার নর্থ সাউথ রোডে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।

বেলা সোয়া ১১টার দিকে জজকোর্টের সামনে ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই সময় সুরিটোলা ফুটওভার ব্রিজের নিচে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও বেলা সাড়ে ১১টায় বাবুবাজার ব্রিজের নিচে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুদ্দুস মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন তাকে পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এস/এমসি/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর