thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পুরান ঢাকায় আটক ৪

২০১৩ নভেম্বর ২৭ ১৩:২৬:৫৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সাড়ে ১১টায় ধোলাইখাল এলাকায় স্থানীয় বিএনপিকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নান্নু মিয়া ও কোতোয়ালি থানা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজুল হক রিয়াজকে আটক করে গেন্ডারিয়া থানা পুলিশ।

একই সময় নারিন্দা মোড়ে অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে দু্‌ই শিবিরকর্মীকে আটক করে ওয়ারী থানা পুলিশ। তাদের নাম জানা যায়নি।

এদিকে বেলা ১২টায় মিডফোর্ড হাসপাতালের সামনে একটি সিএনজিতে অগ্নিসংযোগ করেছে ১৮ দলের কর্মীরা। এ সময় একটি ঝটিকা মিছিলে বের করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে তারা পলিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এলআরএস/এফএস/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর