thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

খুলনায় অবরোধকারী-পুলিশ সংঘর্ষে আহত ১২, আটক ৭

২০১৩ নভেম্বর ২৭ ১৬:০৯:১৪
খুলনায় অবরোধকারী-পুলিশ সংঘর্ষে আহত ১২, আটক ৭

খুলনা সংবাদদাতা : জেলায় অবরোধের দ্বিতীয় দিন বুধবার পুলিশের সঙ্গে ১৮ দলের নেতা-কর্মীদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে সাত নেতা-কর্মীকে আটক করেছে।

পিটিআই মোড় থেকে সকাল ৮টার দিকে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশের উপর ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করা হয়।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও শর্টগানের গুলি ছোড়ে। একপর্যায়ে সংঘর্ষ পিটিআই, মৌলভীপাড়া, বাইতিপাড়া, মির্জাপুর, মর্ডান ফার্নিচার মোড় ও সিটি কলেজের সামনে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীপাড়া মোড়ে বিজিবি মোতায়েন করা হয়।

খুলনা সিটি মেয়রের উপর হামলার বিচার দাবি

খুলনার মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শনিবার পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে গ্রেফতারে ব্যর্থ হলে রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কেসিসির সকল সেবা কার্যক্রম বন্ধসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএআর/নভেম্বর ২৭ ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর